প্রক্রিয়াধীন হাসপাতাল
*প্রক্রিয়াধিন হাসপাতালের নমুনা*
২০০৪ সালে সমাজ সেবা অধিদপ্তর বগুড়া হতে রেজিষ্ট্রেশন নং ১১৭২ আমাদের হাতে আসার পর থেকে গুটি কয়েক ছেলে-মেয়ের সমন্বয়ে অতীব ধৈর্যের সাথে নিজস্ব অর্থ ব্যায় করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করতে দীর্ঘ প্রায় ২১ টি বছর অতিক্রম করেছি। বর্তমানে দু:স্থ্য ও নিম্ন আয়ের সাধারন মানুষের সহযোগিতার জন্য খাদ্য , বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা কর্মসূচী বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অপেক্ষার পর্ব এবার শেষ , দীর্ঘ প্রায় ২১ টি বছর অতিক্রম করার পর আমরা প্রাথমিক পর্যায়ে বগুড়া সদর উপজেলার পৌর এলাকাধীন সকল ওয়ার্ডের কার্যক্রম ইতি মধ্যেই শেষ করেছি। নিম্ন আয়ের সাধারণ মানুষদের নায্যমূল্যে খাদ্য-বস্ত্র-শিক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা নায্য মূল্যে (স্বল্প মূল্যে) দেওয়ার জন্য জন্য যৌথ চুক্তি ভিত্তিক হসপিটাল উদ্বোধনের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে “দু:স্থ্য ও নিম্ন আয়ের সাধারন মানুষ অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে” এম্বুলেন্স ভারা না দিতে পারাই রোগীকে হাসপাতালে সময় মতো পৌছাতে পারে না । বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা যেমন (্্এক্সরে, ওএম আর, সিভিসি, সিটি স্ক্যান ইত্যাদি) করার প্রয়োজন পরে , কিন্তু অর্থের অভাবে তারা পরিক্ষা নিরিক্ষা গুলো করতে পারে না। ঔষধ কিনতে অনেক টাকা লাগে তাই ঔষধ না খেয়েই দিনে দিনে অসুস্থ হয়ে পরে। এ রকম পরিস্থিতিতে দু:স্থ্য ও নিম্ন আয়ের সাধারন মানুষদের নায্য মুল্যে স্বাস্থ সেবা পৌছে দেবার লক্ষ্যেই আমাদের প্রক্রিয়াধিন হাসপাতাল ।
আমাদের হাসপাতালের সুবিধাগুলিঃ
* সংশ্লিষ্ট হাসপাতালে নায্য মুল্যে সকল চিকিৎসা একযোগে পাবে।
* মেডিসিন, সহ সকল সেবা নায্য মুল্যে পাবে।
* আমাদের হাসপাতালে সকল রেজিষ্টারকৃত ডাক্তার থাকবে।
* বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা স্বল্প পরিমান অর্থ দিয়ে করতে পারবে।
* রেজিষ্টারকৃত ডাক্তার দেখানোর জন্য ভিজিট স্বল্প পরিমান অর্থ দিয়ে দেখাতে পারবে।
* এছাড়াও একটি হাসপাতালের সকল সেবা সমূহ নায্য মুল্যে আমাদের গ্রাহক পাবে।
আমাদের স্বাস্থ্য সেবার স্লোগান ও উদ্যেশ্য ঃ
* "রোগমুক্ত জীবনের জন্য- "(এবিএসএস) এর বাংলাদেশে, আমরা আছি আপনার পাশে"
* "একটি হাসিমুখ, একটি সুস্থ জীবন - সবার জন্য"
* "আপনার সুস্থতাই আমাদের আনন্দ"